চলতি মাসের ১৮ তারিখ শুরু হতে যাচ্ছে এবারের পুরুষ ইমার্জিং এশিয়া কাপ। এবারের ইমার্জিং এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অনুষ্ঠিত হবে ওমানে। ফলে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে আজ (রবিবার) দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে পারভেজ হোসেন ইমন কে। এছাড়াও এই স্কোয়াডে নাম আছে জাতীয় দলের অনেক ক্রিকেটারের।
এবারের ঘোষিত দলে রয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিকদের মতো খেলোয়াড়েরা। এছাড়াও দলে রয়েছেন উদীয়মান তরুণ খেলোয়াড় ব্যাটসম্যান জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াস সিদ্দিকরা।
এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। এদিন হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এছাড়াও ২১ অক্টোবর আফগানিস্তান এবং ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এখন পর্যন্ত ইমার্জিং দলের এশিয়া কাপ আয়োজিত হয়েছে ৩ বার এবং এইবার ওমানে বসতে চলেছে ৪র্থ আসর। বিগত ৩ টি আসর ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ইর্মাজিং এশিয়া কাপ প্রথম শুরু হয়েছিলো ২০১৩ সালে। সেই আসরের চ্যাম্পিয়ন ছিলো ভারত। এরপর টানা দুইবার শিরোপা জেতে পাকিস্তান। সবশেষে ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
এবারের আসরের বাংলাদেশ দল –
পারভেজ হোসেন ইমন ( অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসন পাটোয়ারী, আকবর আলী, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, জিসান আলম, মোহাম্মদ নাঈম, মাহফুজুর রহমান রাব্বি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, ওয়াসি সিদ্দিক, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল এবং আলিস আল ইসলাম।
আরো পড়ুন : বাংলাদেশের পরবর্তী মিশন চলতি মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজ
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এসআর