Connect with us
ক্রিকেট

টিভিতে দেখাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, দেখবেন যেভাবে

Bangladesh-Australia women series
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের অনুশীলন। ছবি- বিসিবি ও অস্ট্রেলিয়া ক্রিকেট

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। যেখানে সাদা বলের দুই ফরমেটে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল কাঙ্খিত এই সিরিজ নিয়ে বিসিবিও বেশ সচেতন। বাংলাদেশ-শ্রীলঙ্কা পুরুষ দলের সিরিজ বর্তমানে ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ায় টাইগ্রেসদের বিপক্ষে নারী ক্রিকেট দলের এই সিরিজ ঢাকায় খেলার পরিকল্পনা করেছিল বিসিবি। যাতে মাঠে দর্শক উপস্থিতি এবং ভালো কভারেজ পায় সিরিজটি।

তবে বিসিবির সকল আশায় জল ঢেলে দিয়েছে টেলিভিশন চ্যানেল গুলো। কেননা দেশের কোন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজ সম্প্রচারের জন্য স্বত্ব কেনেনি। তাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সৃষ্টি দেখা যাবে না টেলিভিশনের পর্দায়।

টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখা না গেলেও ইউটিউবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে এই সিরিজ। আগামীকাল ২১ মার্চ মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ মাঠে গড়াবে ২৪ ও ২৭ মার্চ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানারা। ৩১ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ মাঠে ঘোরাবে ২ ও ৪ মার্চ। মিরপুরের একই মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে সংক্ষিপ্ত ফরমেটের এই ম্যাচগুলো মাঠে গড়াবে বেলা ১২টায়।

আরও পড়ুন: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট