আফগানিস্তান সিরিজ নিশ্চিত করেছে অনেক আগেই। আজ শেষ ওয়ানডেতে আফগানদের সামনে সুযোগ ছিল টাইগারদের হোয়াইওয়াশ করার। তবে বোলারদের ভাল বোলিং ও লিটন দাসের ফিফটিতে ৭ উইকেটের জয়ে সিরিজ শেষ করেছে স্বাগতিকেরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলার দের তোপের মুখে পড়ে আফগানরা। স্কোর বোর্ডে ১৫ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।
আফগান ব্যাটারদের আশা যাওয়ার মিছিলের মাঝে একাই লড়ায় চালিয়েছেন ওমরজাই। তাসকিনের বলে আউট হওয়ার আগে ৭১ বলে ৫৬ রান করেছিলেন এই অলরাউন্ডার। তাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ব্যাট থেকে।
নয় ওভার বল করে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল।
আফগানিস্তানের ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ওপেনিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শূন্য রানে সাজ ঘরে ফেরেন মোহাম্মদ নাঈম। তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টেকেননি। ফারুকির বলেই ১৫ বলে ১১ রান করে তিনি আউট হয়েছেন।
এরপর সাকিবকে সঙ্গে নিয়ে বড় জুটি করেন লিটন দাস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ৬১ রান। ৩৯ বলে ৫ চারে ৩৯ রান করেছেন সাকিব। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলকে জয় এনে দেন লিটন। লিটন ৫৩ ও হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: ১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৩/এসএ