Connect with us
ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের টস মুহুর্ত। ছবি- বিসিবি

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে টিম টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের হেসে খেলে ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা। অপরদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই শ্রীলঙ্কার।

টস জিতে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করব। প্রথম ১০ বেশ ওভার গুরুত্বপূর্ণ হবে। শুরুর দিকে আমাদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে নেওয়া। ম্যাচ শুধু বেসিক জিনিসগুলো মাথায় রেখে সঠিকভাবে খেলতে হবে। একাদশে কেবল এক পরিবর্তন- মহেশ থিকশানার পরিবর্তে খেলবেন দুনিথ ওয়েলালেজ।’

এদিকে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করব। ব্যাটিংয়ে ভালো শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আত্মবিশ্বাসী যে আমাদের টপ অর্ডার ভালো করবে। এটা দেখতে খুব ভালো উইকেট। প্রায় ২৮০-৩০০ রান ভালো সংগ্রহ হবে। একাদশে কোন পরিবর্তন নেই।’

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব।

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

আরও পড়ুন: আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাথু ওয়েড

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট