যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।
গত জিম্বাবুয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে সুযোগ হয়নি ওপেনার তানজিদ হাসান তামিমের।
এছাড়া মুস্তাফিজসহ দুই পেসারকে নিয়েই একাদশ সাজিয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, নীতীশ আর কুমার, আলি খান, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার ও স্টিভেন টেলর।
আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন না তামিম
ক্রিফোস্পোর্টস/২১মে২৪/বিটি