ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে ম্যাচটি।
প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। এছাড়া বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তন আনা হয়নি।
চোটের কারণে এই সিরিজের খেলছেন না দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ সিনিয়র মুশফিকুর রহিম। এছাড়া মুস্তাফিজুর এই সিরিজে ছুটিতে আছেন।
আরও পড়ুন:
» এশিয়ার সেরারের অভিনন্দন জানিয়ে তামিম-মুশফিক-মাশরাফিদের বার্তা
» ভারতকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা জয়
দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে সফরকারীরা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজও পেসার ও স্পিনারের কম্বিনেশনে একাদশ সাজিয়েছে।
বাংলাদেশ একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ(অধিনায়ক) , ব্রেন্ডন কিং, ক্যাসি কার্টি, শেরফেইন রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, জেইডেন সেইলস, আলঝারি জোসেফ।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/বিটি