টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। যেখানে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে যুবা টাইগাররা। শিরোপা জয়ের মিশনে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ম্যাচটি আজ শুরু হবে বেলা ১১টায়।
গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয়েছে যুবা টাইগাররা। সর্বোচ্চ ৮ বারের শিরোপা জয়ী ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
উভয় দলের একাদশ :
বাংলাদেশ যুব একাদশ: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার, রিজান হোসেন, এমডি এআই ফাহাদ, ইকবাল হোসেন ইমন, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), মারুফ মৃধা, মোহাম্মদ শিহাব জেমস ও কালাম সিদ্দিকী আলিন।
ভারত যুব একাদশ: আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মদ আমান (অধিনায়ক), কার্তিকেয় কেপি, নিখিল কুমার, হরবংশ পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিৎ গুহ।
সরাসরি যেভাবে দেখবেন ম্যাচ–
বাংলাদেশ থেকে সরাসরি উপভোগ করা যাবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এই ফাইনাল ম্যাচ। ম্যাচটি দেখা যাবে ‘সনি স্পোর্টস টেন নেটওয়ার্ক’ এবং ‘সনি লিভ’ চ্যানেলে। এছাড়া ইন্টারনেট থেকে স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করেও সরাসরি দেখা যাবে খেলা।
আরও পড়ুন:
» শেষ মুহূর্তে গোল হজম করে ড্র, চাপে পড়ল বার্সেলোনা
» স্বপ্নের ক্লাবে নিজেকে ফিরে পাবেন এমবাপ্পে?
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/এফএএস