Connect with us
ফুটবল

ভারতকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

Bangladesh advanced to the semis as the best in the group
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

নেপালে চলমান সাফ নারী চ্যাম্পিয়নশীপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ (বুধবার) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ভারতকে ৩-১ গোলে পরাজিত করে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। 

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। এছাড়া অপর গোলটি করেছেন আফিদা খন্দকার। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক বালা দেবী।

এদিন কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় বাঘিনীরা। কর্নার থেকে নেওয়া সাবিনা খাতুনের ক্রস ঠিক মতো গ্রিপ করতে পারেননি ভারতীয় গোলরক্ষক। এরপর বক্সে বল পেয়ে জালে জড়ান আফিদা খন্দকার।

আরও পড়ুন:

» টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের কীর্তি

» ফুটবল সম্রাটের জন্মদিন আজ, যেভাবে কোটি সমর্থকের মনে পেলে 

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা দারুণ এক ক্রস থেকে গোল করেন তহুরা। ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় ভারত। কিন্তু বক্সের ভেতর বালা দেবীর শট রুখে দিয়ে রুপনা চাকমা।

ম্যাচের ৪২তম মিনিটে ভারতের জালে তৃতীয়বারের মতো আঘাত হানে বাংলাদেশ। শামসুন্নাহারের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে এক জোড়ালো শট করে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা।

অবশ্য পরের মিনিটেই এক গোল শোধ করে ভারত। এর আগে গোলের সুযোগ হাতছাড়া করা বালা দেবী দলটিকে প্রথম গোল এনে দেন। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল