Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ

Bangladesh beat Pakistan to reach second consecutive final
টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের যুবাদের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি শিরোপা। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন থেকে কেবল একধাপ দূরে যুবা টাইগাররা। চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পা রেখেছে সাকিব-তামিমদের উত্তরসূরিরা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

আজ (শুক্রবার) সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাট করে ৩৭ ওভার খেলে ১১৬ রান করেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ২২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিন বোলিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মারুফ মৃধা। ইনিংসের প্রথম ওভারেই উসমান খান জুনিয়রকে ফেরান (০) এই পেসার। নিজের দ্বিতীয় স্পেলে এসে আবারো আঘাত হানেন মারুফ। এবার তার শিকার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শাহজাইব খান। আজ রানের খাতাই খুলতে পারেননি এই বিধ্বংসী ব্যাটার।

আরও পড়ুন:

» প্রথমবার ক্লাব বিশ্বকাপে মায়ামি, মেসিদের প্রতিপক্ষ কারা?

» শেষ জয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স 

মারুফ ভালো শুরু এনে দেওয়ার পর বল হাতে বাকি কাজটা করেন ইকবাল হোসেন ইমন। শুরুর বিপদ কাটিয়ে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে দলীয় ৪৯ রানে সাদ বাইগকে (১৮) ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন ইমন। এরপর ৫২ রানে টপ অর্ডারের আরেক ব্যাটার মোহাম্মদ রিয়াজউল্লাহকেও (২৮) ফেরান এই পেসার।

এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে ফারহান ইউসুফ কিছুক্ষণ একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। দলীয় ১১৩ রানের মাথায় ফারহানকে (৩২) ফিরিয়ে পাকিস্তানের সপ্তম উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১৬ রানেই গুটিয়ে যায় সাদ বাইগের দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন ইমন। এছাড়া মারুফ মৃধা ২টি এবং আক ফাহাদ ও দেভাশীষ সরকার ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি অ্যালিনের উইকেট তুলে নেন আলী রাজা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা এই ওপেনার আজ ১৪ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ পরেই কালামের দেখানো পথে হাটেন আরেক ওপেনার জাওয়াদ আবরার। ২৫ বলে ১৭ রান করে ফেরেন এই ব্যাটার।

শুরুর ধাক্কা কাটিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৫৭ রান যোগ করেন তার। দলীয় ৮৫ রানের মাথায় নাভিদ আহমেদ খানের শিকার হয়ে ফিরে যান শিহাব। তার ব্যাট থেকে আসে ২৬ রান। তবে ততক্ষণে জয় অনেকটা নিশ্চিত বাংলাদেশের। শিহাব ফিরে যাওয়ার পর জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আজিজুল তামিম। একইসঙ্গে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় অর্ধশতকও তুলে নেন তিনি। ৪২ বলে ৬১ রানের জয়সূচক ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ১১৬/১০ (৩৭ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১২০/৩ (২২.১ ওভার)
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট