‘ফিফা মহিলা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ (ফিফা টায়ার-১)’ এর প্রথম ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলার নারীরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন।
শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে বাংলাদেশের মেয়েরা। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ মিস হলেও বেশিক্ষণ গোলবঞ্চিত হয়ে থাকতে হয়নি বাংলাদেশের। মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় বাংলার নারীরা। সাবিনার দেওয়া ক্রস থেকে হেড দিয়ে বল জড়িয়ে বাংলাদেশেকে এগিয়ে দেন আফিদা খন্দকার।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে নেয় মারিয়ারা। ম্যাচের শুরুতে গোল মিস করা তহুরা এবার বল জালে পাঠাতে ভুল করেননি। মারিয়া মান্দা বল নিয়ে বক্সে প্রবেশ করলে সেখান থেকে বল নিয়ে জালে পাঠান তহুরা। এরপর আরো একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় নারীয়া।
বিরতি থেকে ফিরে আবারো আক্রমণে যায় বাংলাদেশ। ম্যাচের ৬০ তম মিনিটে একটি দুর্দান্ত গোল করেন তহুরা। মাঝমাঠ থেকে বাড়ানো লং বল প্রতিপক্ষের গোলকিপারের ওপর দিয়ে জালে পাঠান তহুরা খাতুন। তার জোড়া গোলে দল এগিয়ে যায় ৩-০ তে। বাকীটা সময় আর কোন গোলের দেখা না পেলও আধিপত্য বিস্তার করেই খেলে সাবিনা-মারিয়ারা। তবে সিঙ্গাপুর নারী দল মাঠে তেমন কোন ঝলক দেখাতে পারেনি।
এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সাবিনা-মারিয়ারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজে শামিকে নিয়ে শঙ্কায় ভারত
ক্রিফোস্পোর্টস/০১ডিসেম্বর২৩/এমটি