Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

Bangladesh beat Sri Lanka by 8 wickets to level the series
১১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে টাইগাররা। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩ রানে হেরেছিলে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ বুধবার (৬ মার্চ) সিলেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জবাবে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগারা।

১৬৬ রান তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনীতে ৬৮ রান যোগ করেছেন লিটন দাস ও সৌম্য সরকার। ২৬ রান করে সৌম্য ফিরে গেলে তার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার লিটন। আউট হওয়ার আগে ২৪ বলে ৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর ম্যাচের হাল ধরেণ অধিনায়ক শান্ত ও তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটারের ৮৭ রানের অপরাজিত জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১৯ তম ওভারের প্রথম বলেই ছয় মেরে জয় নিশ্চিতের পাশাপাশি নিজের অর্ধশতকও তুলে নেন শান্ত। অপর প্রান্তে ৩২ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা।

দিকে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আভিষ্কা ফার্নানদোকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। প্রাথমিক বিপত্তি সামাল দিয়ে কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

কুশল ৩৬ এবং কামিন্দু ৩৭ রান করে ফিরে গেলে কিছুক্ষণ পরেই তাদের পথ ধরেন প্রথম টি-টোয়েন্টিতে ফিফটি হাকানো সাদিরা সামারাবিক্রমা। পরবর্তীতে চারিথ আসালাঙ্কার ২৮, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩২ ও দাসুন শানাকার ২০ রানে ভর করে ১৬৫ রানের পুজি পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

আগামী শনিবার (৯ মার্চ) সিরিজ নির্ধারণি শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে এবাদতের ‘স্যালুট’? 

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট