
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে গতকাল থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে দলটি।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। চার ম্যাচের সবগুলোতে জয় নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
এদিন জাকার্তায় প্রথম দুই কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দল। তবে দুই কোয়ার্টারে গোল না পেলেও মাত্র ১৫ মিনিটেই গোলের ব্যবধান ৫-০ করে নেয় বাংলাদেশ। ম্যাচের ৩৯ মিনিটে দলকে লিড এনে দেন রাকিবুল হাসান। এর দুই মিনিটে পরেই দ্বিতীয় গোলের দেখা পান তিনি। এক মিনিট পরেই রাব্বির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় লাল-সবুজের দল।
আরও পড়ুন:
» জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন শান্ত
» শরফুদ্দৌলা সৈকতকে ঘিরে সুখবর, নিষিদ্ধ হচ্ছেন হৃদয়
বাংলাদেশের চতুর্থ গোলটি আসে ম্যাচের ৪৯ মিনিটে। এই গোলটি করেন আরশাদ হোসেন। এর পাঁচ মিনিট পরেই পঞ্চম গোলের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি কর্ণারে শেষ গোলটি করেন নাইম। এই গোল ছাড়া প্রথম চারটিই ছিল ফিল্ড গোল। শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ্ছড়ে বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন রাকিবুল।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় দলটি। এরপর তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত চার আসরে চ্যাম্পিয়নরা।
আগামী শুক্রবার সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। তবে এখনো সেমির প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে পুরুষ ও নারীদের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। পুরুষদের বিভাগে ২ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে ১০টি দল। যেখানে গ্রুপ বি তে বাংলাদেশসহ রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান ও শ্রীলঙ্কা।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি
