Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

BangladeshW A wins against SrilankaW A
শ্রীলঙ্কার মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দেশটিতে সফর করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। গত ৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি প্রথম ম্যাচ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে ১-০ তে সিরিজ জিতে নিয়েছে টাইগ্রেসরা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে এদিনও বাগড়া দেয় বৃষ্টি। ফলে ৫০ ওভারের পরিবর্তে ম্যাচ গড়ায় ২০ ওভারে।

কলম্বোর থ্রুস্টান গ্রাউন্ডে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে স্বাগতিক মেয়েরা। দলের পক্ষে ৩৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন সাথিয়া সন্দ্বিপানি।

আরও পড়ুন:

» ভারত সফরে গিয়ে ‌‘বল’ নিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ

» এবার গুরুত্বপূর্ণ সিরিজ সরে যাচ্ছে বাংলাদেশ থেকে! 

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি

এছাড়া মালশা শেহানি ১৪ বলে ২৫, পিউমি ৩৬ বলে ২২ এবং নুথাঙ্গা ১৮ বলে ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট শিকার করেন।

১১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচটি জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ৩৪ বলে ৪৭ রানের দুর্দন্ত এক ইনিংস খেলেন ওপেনার দিলারা আক্তার।

এছাড়া মুর্শিদা খাতুন ৩৪ বলে ৩০ এবং নিগার সুলতানা জ্যোতি ২১ বলে ২৪ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ১টি করে উইকেট নেন চেতানা বিমুক্তি ও নিমেশা মাদুশানি।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট