Connect with us
হকি

থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

Bangladesh Hockey Team
এশিয়ান হকি ফেডারেশন কাপের সেমিতে বাংলাদেশ। ছবি- এএইচপি

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে উড়ছে বাংলাদেশ। টানা তিন জয় নিয়েছে গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট কেটেছে গত চার আসরের চ্যাম্পিয়নরা।

জাকার্তায় বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় এক ঘণ্টা দেরিতে। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলশূন্য ছিল দুই দল। তবে দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন আশরাফুল ইসলাম।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর ছয় মিনিট পরেই গোল হজম করে বাংলাদেশ। এতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন:

» পাকিস্তান সফরের আগে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ!

» বিশ্বকাপ নিশ্চিতের পর র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি নারী ক্রিকেটারদের 

বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকেই আবারও লিড নেয় বাংলাদেশ। এবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আরশাদ হোসেন। এরপর বাকি সময় আর গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা। আগামীকাল (বুধবার) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে পুরুষ ও নারীদের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। পুরুষদের বিভাগে ২ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে ১০টি দল। যেখানে গ্রুপ বি তে বাংলাদেশসহ রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান ও শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি