রেকর্ডগড়া জয় দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
আজ (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে কিছুটা দেখেশুনে খেলেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। উদ্বোধনী জুটিতে ১১২ বলে ৫৯ রান যোগ করেন তারা। মুর্শিদা (৩৮) ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন ফারজানা ও শারমিন সুপ্তা। শুরুতে ধীরে রান তুললেও এই জুটিতে পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্রুত রান তুলে দলকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেন এই দুই ব্যাটার।
আরও পড়ুন:
» বাংলাদেশের রেকর্ড রান সংগ্রহ, তবুও শারমিনের আক্ষেপ!
» আইপিএলে দল পেয়ে বিশ্বাস হচ্ছিল না অনভিষিক্ত কিউই ক্রিকেটারের
দলীয় ১৬৩ রানের মাথায় ফারজানার আউটে ১০৫ বলে ১০৪ রানের দুর্দান্ত এই জুটির সমাপ্তি ঘটে। প্যাভিলিয়নে ফেরার আগে ১১০ বলে ৬১ রান তুলেন এই ওপেনার।
তবে দিনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ত শারমিনের সেঞ্চুরি মিস। ফারজানা ফেরার পর নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকে এই ব্যাটার। তবে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৪ চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংসটি সাজান শারমিন।
এছাড়া নিগারের ২৮ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৫৪ রানের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ফ্রেয়া সারজেন্ট ২টি এবং লরা ডিলানি ও এইমি মাগুয়ের ১টি করে উইকেট শিকার করেছেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক গ্যাবি লুইস ৫ রান করে মারুফা আক্তারের শিকার হয়ে ফিরে যান। এছাড়া তিনে নামা অ্যামিও হান্টারও মারুফার শিয়ার। তবে এই উইকেটরক্ষক ব্যাটার রানের খাতা খুলতে ব্যর্থ হন।
দ্রুত ২ উইকেট হারানোর পর সারাহ ফোর্বস ও অর্লা প্রেনডারজেস্টের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। তবে দলীয় ৪৮ রানে অর্লা (১৯) ফিরে গেলে ভেঙে যায় তাদের ৩৮ রানের জুটি। আয়ারল্যান্ডের ইনিংসে এটিই দিনের সর্বোচ্চ জুটি।
এরপর একে একে সারাহ ২৫ এবং লরা ২২ রান করে ফিরে গেলে শতরান পেরোনোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন সুলতানা আক্তার ও নাহিদা খাতুন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন মারুফা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৫২/৪ (৫০ ওভার)
আয়ারল্যান্ড: ৯৮/১০ (২৮.৫ ওভার)
ফলাফল: বাংলাদেশ ১৫৪ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/বিটি