
ক্রিকেট দুনিয়ায় এক নতুন উচ্চতা পেতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ৮ দল নিয়ে চলতি বছর মাঠে গড়াতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ।
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।
মহসিন বলেন, ‘বিশ্বকাপে খেলার এই মর্যাদাপূর্ণ আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ। বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে দলটি। এটি বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেটের জন্য একটি গর্বের বিষয় এবং এই ক্রিকেটের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা।’
আরও পড়ুন:
» এক ম্যাচেই তিন রেকর্ড, অতঃপর বড় জয় বাংলাদেশের
» জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে সাকিব
হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরটি আয়োজিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের দুটি ভেন্যু- লাহোর এবং ফয়সালাবাদে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কেনিয়া অংশ নেবে।
যদিও এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এখনও পর্যন্ত কোনো আর্থিক সহযোগী বা স্পন্সর পায়নি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। তবে বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে দাঁড়ানোর অনুরোধ করেছে হুইলচেয়ার ক্রিকেট দল।
এ বিষয়ে মহসিন বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো স্পন্সর কিংবা আর্থিক সহযোগী পাইনি। তাই আমরা বাংলাদেশ সরকারের, বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানাই— তারা যেন এই দলের পাশে দাঁড়ান, যাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি।’
আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। তবে এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়নি।
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৫/বিটি
