Connect with us
ক্রিকেট

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

Bangladesh begins World Cup mission with emphatic win
নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। আসরের উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জুনিয়র টাইগ্রেসরা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার ওয়াইএসডি-ইউকেএম ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোনোমতে অর্ধশত রান পেরিয়ে গুটিয়ে যায় নেপাল। ১৮. ২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ৩ রানে ওপেনার সাবেত্রি ধামিকে ফেরান নিশিতা আক্তার নিশি। এরপর ১৩ রানে অধিনায়ক পূজা মাহাতো রানআউটের শিকার হয়ে ফিরে যান। এরপর শূন্য রানে ফেরেন সনি পাখরিন এবং কিরণ কুনওয়ারের ব্যাট থেকে আসে ১ রান।

আরও পড়ুন:

» তাড়াহুড়ো করতে চান না সৌম্য, কবে ফিরবেন জানালেন নিজেই

» সেঞ্চুরির পরের ম্যাচেই ‘ভুয়া’ ধ্বনি, অসহায়ের মতো দেখলেন লিটন

তবে একপ্রান্ত আগলে খেলতে থাকা সানা প্রবীনও ফিরে যান জান্নাতুল মাওয়ার শিকার হয়ে। তবে দলীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘর ছুঁইয়েছেন সীমানা কেসি। ১০ রান করে রানআউটের শিকার হন এই ব্যাটার। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে ছুতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। এছাড়া আনিশা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা আক্তার নিশি ১টি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১১ রানেই ৩ উইকেট হারায় তারা। সুমাইয়া সুবর্ণা ৪, ফাহমিদা ছোঁয়া ১ এবং জুয়াইরিয়া ফেরদৌস ২ রান করে ফিরে যান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। চতুর্থ উইকেটে তাদের ২১ রানের জুটিতে ভর জয়ের পথ সহজ করে নেয় বাংলাদেশ।

সাদিয়া ১৬ রান করে ফিরে যাওয়ার পর সুমাইয়াও ফিরে যান ১২ রান করে। তবে শেষদিকে আফিয়ার ৯ ও জান্নাতুলের ৫ রানে ভর করে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ। নেপালের হয়ে ১টি করে উইকেট শিকার করেন চারজন বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯ নারী: ৫২/১০ (১৮.২ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী: ৫৩/৫ (১৩.২ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট