তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২৫৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
নতুন বলে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিনের ওপর আক্রমণ করে লঙ্কান ব্যাটাররা৷ বাংলাদেশের উদ্বোধনী বোলিং জুটিতে তাসকিন-শরিফুলের বোলিংয়ে কোনো ধার না থাকায় ম্যাচে ৮ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনেন নাজমুল হোসেন শান্ত। অধিনয়াকের প্রত্যাশার পুরোটাই বোলিংয়ে ঢেলে দেন তানজিম সাকিব। নিজের প্রথম ওভারে সুবিধা করতে না পারলেও পরের ওভারেই দারুণ ব্যাটিং করতে থাকা আভিষ্কা ফার্নান্দোকে আউট করেন এই তরুণ পেসার। ৩৩ বলে ৩৩ রান করেন আভিষ্কা৷
ম্যাচের ১২তম ওভারে আবারও লঙ্কান ব্যাটিং লাইনে আঘাত হানেন তানজিম সাকিব৷ ১২তম ওভারের প্রথম বলেই নিশাঙ্কা ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সেখান থেকে সহজ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে নিশাঙ্কার ব্যাট থেকে ২৮ বলে ৩৬ রান।
এরপর ইনিংসের ১৪তম ওভারেও উইকেট তুলেন তানজিম সাকিব। ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেংথে করেছিলেন। সেখানে ড্রাইভ করতে গিয়ে এজড হয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচের চালকের আসনে বসান তানজিম সাকিব।
এরপর শেষদিকে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। মেন্ডিসের ৫৯ ও লিয়ানাগের ৬৭ রানে ভর করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ১ টি উইকেট শিকার করে মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: উইকেটের পেছনে মিরাজের হাতে মুশফিকের গ্লাভস কেন?
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/টিএইচ/এমটি