জমে উঠেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষদিকে এসে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে মেতে উঠেছে দলগুলো। আজ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে স্কটল্যান্ডের বিদায়ের পর সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার অপেক্ষা আর একটি দলের। গ্রুপ-ডি থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দল উঠবে সুপার এইটে।
আগেই গ্রুপ-ডি থেকে অপরাজিত থেকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিতের দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাছাড়া নেদারল্যান্ডসেরও সেরা আটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের সমীকরণ অনেকটা কঠিন। এক্ষত্রে বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হারের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে জিততে হবে।
পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে লাল-সবুজের দল। অন্যদিকে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ডাচরা। তবে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় না পেলেও সুপার এইটে যেতে পারবে। নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে দুই জয় নিয়েই সুপার এইটে উঠতে পারবে টাইগাররা।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইটের স্বপ্নভঙ্গ স্কটল্যান্ডের
» ইনজুরিতে বিশ্বকাপ শেষ মুজিবের, ডাক পড়লো যে ক্রিকেটারের
এছাড়া নেট রানরেটের সমীকরণেও পরের রাউন্ড নিশ্চিত করতে পারবে টাইগাররা। নেট রান রেটে নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। যা বড় ব্যবধান গড়ে দিতে পারে। বাংলাদেশের নেট রান রেট ০.৪৭৮। অন্যদিকে ডাচদের নেট রান রেট -০.৪০৮। এক্ষেত্রে শেষ ম্যাচে ডাচরা লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারলে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার এইটে উঠবে লাল-সবুজের দল।
তবে আগামীকাল (১৭ জুন) সকল অপেক্ষার অবসান ঘটবে। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। এই ম্যাচে বাংলাদেশ জিতলেই সুপার এইট নিশ্চিত করবে। আর বাংলাদেশ হেরে গেলে একই দিনে মুখোমুখি শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তদের।
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/বিটি