Connect with us
ক্রিকেট

নেদারল্যান্ডসের কাছে হারলেও যেভাবে কোয়ার্টারে যেতে পারে বাংলাদেশ

BAN vs NED
নেদারল্যান্ডসের কাছে হারলেও যেভাবে কোয়ার্টারে যেতে পারে বাংলাদেশ

দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মোটামুটি পর্যায়ে এসেছে বাংলাদেশ দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এক্ষেত্রে বাকি দুটি ম্যাচ জিতলে খুব সহজেই কোয়ার্টার ফাইনালে যাবে শান্তবাহিনী। কিন্তু সমীকরণে যোগ হয়েছে নতুন মাত্রা। এখন নেদারল্যান্ডসের কাছে হারলেও কোয়ার্টারে যেতে পারে বাংলাদেশ। কিন্তু কিভাবে? চলুন সেটাই দেখে আসি।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৪ রানে হেরেছে লাল-সবুজের দল। এর ফলে পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইটে যাওয়ার সমীকরণ কিছুটা কঠিন হয়েছে শান্তদের জন্য। লঙ্কান পরীক্ষায় পাশ করলেও প্রোটিয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি টাইগারা। গ্রুপ ডি থেকে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।

দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে তালিকার তিনে নেদারল্যান্ডস। আর এখনো কোনো জয় না কোনো জয় না পেলে নেপাল ও শ্রীলঙ্কা পরিত্যক্ত ম্যাচের একটি করে পয়েন্ট পেয়েছে।

মাঠে বাংলাদেশের দর্শকরাই একটা বড় শক্তি। ছবি- ক্রিকইনফো

গ্রুপপর্বে এখনো দু’টি ম্যাচ বাকী রয়েছে বাংলাদেশের, যেখানে একটিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং অপরটিতে প্রতিপক্ষ নেপাল। এই দুটো ম্যাচেই জয় পেলে সুপার এইট নিশ্চিতে আর কোনো বাধা থাকবে না টাইগারদের জন্য। তবে একটি ম্যাচ হেরে গেলে অন্যান্য দল ও রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।

এদিকে নেদারল্যান্ডস বাকী দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এক্ষেত্রে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হারলে  তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে। সেখানে লঙ্কানদের জিততেই হবে। শ্রীলঙ্কার ৩টি ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ১। ওইদিন জিতলে হবে তিন। যদি বাংলাদেশ ও নেদারল্যান্ডস ৪ পয়েন্ট করে পায় তাহলে নেট রানরেটে যারা এগিয়ে থাকবে তারাই ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে। নেপালের দুটি ম্যাচ বাকি থাকলেও জয়ের সম্ভাবনা দেখছে না কেউই।

গ্রুপ-ডি এর পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার ড্র  পরিত্যক্ত পয়েন্ট রানরেট
দক্ষিণ আফ্রিকা +০.৬০৩
বাংলাদেশ +০.০৭৫
নেদারল্যান্ডস +০.০২৪
নেপাল -০.৫৩৯
শ্রীলঙ্কা -০.৭৭৭

বাংলাদেশের বাকী দুই ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক সহজ। তাই তাদের বিপক্ষে জয় তুলে নিয়ে রান রেটের সমীকরণ এড়িয়ে সহজেই সুপার এইট নিশ্চিত করতে চাইবে টাইগাররা। যদিও নেদারল্যান্ডস বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। তবে সমীকরণের হিসাব না মিলিয়ে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালে যাক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ভক্তদের।

আরও পড়ুন: নামিবিয়াকে পেয়ে রেকর্ড গড়া জয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট