সম্প্রতি পাকিস্তানকে তাদের ঘরে হোয়াইটওয়াশ করে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তাদের লক্ষ্য ভারত সিরিজ। ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
তবে ঘরের মাঠে ভারত কেমন শক্তিশালী প্রতিপক্ষ তা সকলের জানা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর আর কখনও ঘরের মাঠে হারতে হয়নি তাদের। গেল এক যুগে ক্রিকেটের অনেক পরাশক্তিদের নিজেদের ডেরায় এনে হাবুডুবু খাইয়েছে বিভিন্ন কৌশলে।
যার বেশিরভাগ সময় ভারত নিজেদের মাঠে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সফলতা অর্জন করেছে। কেননা ভারত শিবিরে ছিলেন বিশ্বমানের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তবে এবার হয়তো তারা বাংলাদেশের জন্য পাতবে না একই ফাঁদ। কেননা স্পিন অ্যাটাকে টাইগাররাও সিদ্ধহস্ত।
এদিকে টেস্ট সিরিজের প্রথম ভেন্যু চেন্নাইয়ের মাঠে তৈরি করা হয়েছে দুটি উইকেট। একটি স্বাভাবিক কাল আরেকটি লাল। স্থানীয় গণমাধ্যমের মতে প্রথম টেস্ট লাল উইকেটেই হওয়ার সম্ভাবনা বেশি। ভারত নিজেরাও হয়তো চাইবে নতুন কোন কৌশলে বাংলাদেশকে দমাতে।
লাল মাটির উইকেটে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে। ফলে দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ফাটল ধরে। এমন উইকেট যত সময় গড়াবে বোলাররা ততই সুবিধা আদায় করে নেবেন। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাত্রাতিরিক্ত বাউন্স ও টার্ন দেখা যেতে পারে উইকেটে।
লাল মাটির উইকেটে খেলা হলে তবে বড় ফ্যাক্টর হতে পারে টস কারণ আগে যারা ব্যাটিং করবে তারা তুলনামূলক বেশি সুবিধা পাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাদের চেয়ে। যেমনটা দেখা গিয়েছিল ২০২১ সালের ভারত ইংল্যান্ড টেস্টে। সেই ম্যাচে পরে ব্যাটিং করে উইকেটের অস্বাভাবিকতায় পরাজিত হয়েছিল ভারত।
তাই চেন্নাইয়ের মাটিতে বাংলাদেশকে বেশ ভালো পরীক্ষাতেই পড়তে হবে নিঃসন্দেহে। যেখানে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হয়তো চাইবেন টস জিতলে আগে ব্যাটিং করতে। তবে ভারতের তারকা সকল বোলারদের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ সেটাই দেখার।
আরও পড়ুন: বাংলাদেশের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান হার্শা ভোগলে
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস