Connect with us
ক্রিকেট

বুমরাহ না থাকায় শান্তদের জয়ের সম্ভাবনা দেখছেন কায়েস

Kayes sees bangladesh's chances of winning in Bumrah's absence
বুমরাহর অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় সুযোগ দেখছেন ইমরুল কায়েস। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ের সেরা বোলারদের একজন জাসপ্রিত বুমরাহ। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এই পেসার। ভারতের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে তার অবদানও অনেক। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তারকা পেসারের সার্ভিস পাচ্ছে না টিম ইন্ডিয়া। যা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য অনেকটাই স্বস্তির বিষয়।

এবারের টুর্নামেন্টে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ। আর টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। শক্তিমত্তার দিক থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকেও ফেবারিট মনে করছেন অনেকে।

এর পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে বুমরাহর অনুপস্থিতিতি। বিশ্বসেরা এই পেসারের অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন অনেকে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেই ওপেনার ইমরুল কায়েসও। এই সাবেক মনে করেন বুমরাহ না থাকায় ভারতের বিপক্ষে জিততে পারে টাইগাররা।


আরও পড়ুন:

» ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেবেন যারা

» পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না রাখার কারণ জানাল পিসিবি 


ভারতের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কায়েস বলেন, ‘ভারত অনেক শক্তিশালী একটা দল। তারা ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে এবারের টুর্নামেন্টে বুমরাহ নেই। আমরা জানি গত ২ বছরে সে কী করেছে। বুমরাহর অনুপস্থিতিতে বাংলাদেশের কাছে ম্যাচ জেতার একটা বড় সুযোগ রয়েছে।’

Bangladesh vs India

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না বুমরাহকে। ছবি- সংগৃহীত

মূলত পিঠের চোটের কারণে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গেছেন বুমরাহ। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হারশিত রানা। তিনি ছাড়াও রয়েছেন দুই পরীক্ষিত পেসার আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।

চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে ছিলে শামি। তবে এর আগে দারুণ ছন্দে ছিলেন এই পেসার। এবারের টুর্নামেন্টে পুরোনো ছন্দ খুঁজে পেলে টাইগার ব্যাটারদের অস্বস্তিতে ফেলবেন বলে মনে করেন কায়েস, ‘ভারতীয় দলে শামির অন্তর্ভুক্তি অনেক খুবই বড় ব্যাপার। সে হয়ত এখনো পুরোপুরি ফিট নয়। তবে ও এই আসরে যদি পুরোনো ছন্দ খুঁজে পায়, তাহলে বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।’

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট