চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছিল। তবে সেই জয়ের ধারা ধরে রাখতে পারে না বাংলার মেয়েরা। ইংল্যান্ডের সাথে হারের পর গতকাল সেমিফাইনালে টিকে থাকতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ম্যাচটি হেরে যায় টাইগ্রেসরা। দলীয়ভাবে ম্যাচ হারলেও ব্যক্তিগতভাবে রেকর্ড পাতায় নাম লিখিয়েছেন অধিনায়ক জ্যোতি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৩৯ রান করেন অধিনায়ক জ্যোতি। এতে করে তিনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন। নিজের এই কীর্তির দিনেও ম্যাচ হেরে তাঁকে আক্ষেপে পুড়তে হয়েছে।
আক্ষেপে পুড়ে সংবাদ সম্মেলনে এসে জ্যোতি বলেন, ‘আমরা ম্যাচের শুরুতেই ভালো খেলেছি। কিন্তু মাঝখানে এসে আমরা মোমেন্টাম ধরে রাখতে পারিনি। মাঝের সময়টাতে অনেক বেশি ডট খেলে ফেলেছি এবং সহজেই উইকেটগুলো বিলিয়ে দিয়েছি। তাঁদের বোলাররা আমাদের শর্ট খেলতে দিচ্ছিলো না, এমনকি সিঙ্গেল রানও নিতে পারছিলাম না। এককথায় মাঝের ওভারগুলোতে তাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। যা আমাদের উপর চাপ সৃষ্টি করেছে।’
এসময় বিশ্বকাপ থেকে কিছু শিখেছেন কি না এমন প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘শেখার তো অনেক কিছু আছে। কিন্তু সেগুলোকে আমাদের সামনে কাজে লাগাতে হবে। আমাদের বর্তমান দলটি খুব একটা অভিজ্ঞ দল নয়। এজন্য আমাদের এধরনের বড় টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যা আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।’
এসময় জ্যোতি আরও বলেন, ‘আমাদের নিজেদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। বোলাররা তাদের কাজটা ঠিকভাবে করতে পারলেও আমাদের ব্যাটিংটা মোটেও আশানুরূপ হচ্ছে না। সুতরাং আমাদের ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হতে হবে। তাহলে দল হিসেবে আমরা আরও ভালো করবো।’
আরো পড়ুন : ৫০০’র বেশি রান করেও হারল ম্যাচ, পাকিস্তানের হতাশাজনক রেকর্ড
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এসআর