বিগত কয়েক বছর ধরেই জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। ভীষণ সম্ভাবনা জাগিয়ে জাতীয় দলে অভিষেক করা এই ক্রিকেটার গত কয়েক বছরে ধারাবাহিক পারফর্মেন্স এর অভাবে জাতীয় দলে স্থিরই হতে পারছেন না। তাই বলে অবশ্য জাতীয় দলে ফেরার মিশনে সুযোগের অভাব নেই এই টাইগার ক্রিকেটারের।
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও জায়গা মিলেছে সৌম্যর। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজটি বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা, একাদশে সুযোগ মিললে সৌম্য যেন খেলায় তার শত ভাগ উজাড় করে দেয়।
আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সৌম্যকে নিয়ে এমন প্রশ্নেরই সম্মুখীন হন শান্ত। জবাবে টাইগার কাপ্তান বলেন, ‘অনেক দিন পর শেষ সিরিজে সে ফিরেছে। তিনটা ম্যাচেই সে খেলেছে, যার মধ্যে আবার এক ইনিংসে বড় রান পেয়েছিল। ধারাবাহিকতার প্রয়োজন তো অবশ্যই আছে। আমি কথাটা শুধু সৌম্যর জন্য বলছি না, এটা সব ব্যাটারের জন্যই প্রযোজ্য। সব ব্যাটসম্যানের এই ক্ষেত্রে উন্নতি করা প্রয়োজন।’
শান্তর মুখে সৌম্যর ব্যাটিং নিয়েও ঝরলো প্রশংসা, ‘সৌম্য শেষ ইনিংসটায় ঐ কন্ডিশনে যেভাবে ব্যাট করেছে তা বাংলাদেশ দলের জন্য বড় একটি ব্যাপার। আমি প্রত্যাশা করি, ওয়ানডেতে সৌম্য সুযোগ পেলে সে যেখানেই সুযোগ পাক না কেন ব্যাট হাতে ও অবদান রাখতে পারবে। ওর থেকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমি শতভাগ চাই।’
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো ক্রিকেট খেলে ওয়ানডেতে। এই এক দিনের ক্রিকেটেও গেল বছরটা বেশ বাজেই গেছে টাইগারদের জন্য। গেল বছর আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর, এশিয়া কাপ, বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই সিরিজে নাস্তানাবুদ হতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। তবে এসব কিছু ভুলে আবারও ওয়ানডেতে সেরা ফর্মে নিজেদের ফিরে পেতে চান শান্ত, ‘আমরা ২০১৫-২০২২ সাল পর্যন্ত খুব ভালো খেলেছি। মাঝে এব বছর খারাপ যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন নিজেদের সেরা ফর্ম ফিরে পাওয়াটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জের। দল হিসেবে ঘুরে দাঁড়াতে আমরা প্রস্তুত।’
গেল বছর বেশ কিছু ম্যাচে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শান্ত। এ বছরের শুরু দিকে ‘ভারমুক্ত’ করা হয় এই বাঁ হাতি টপ অর্ডারকে। টি-টোয়েন্টির পর এবার নতুন কাপ্তান হিসেবে টাইগারদের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিতে কাল মাঠে নামছেন শান্ত। এবার দেখার বিষয়, শান্তর কাঁধে চেপে বাংলাদেশ দল ওয়ানডেতে সেরা রূপে ফিরতে পারে কি না।
আরও পড়ুন: বিশ্বকাপে শামিকে নিয়ে দুঃসংবাদ পেল ভারত
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এমএস/এমটি