পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। যেখানে নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। আগেই নিশ্চিত করা সিরিজ শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন করল বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ হলেও আদতে এটা অনেকটাই ছিল জাতীয় দলের খেলা। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছিল দল। যেখানে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা ও শামীমা সুলতানারাও ছিলেন দলে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেষ টি-টোয়েন্টিতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক মেয়েরা। রান তাড়া করতে নেমে মাত্র ১২তম ওভারেই ২ উইকেট খরচায় ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিন চেথানা ভিমুক্তি বাদে আর কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। ২০ বল খেলে ১১ রান করেন এই লঙ্কান নারী ক্রিকেটার। এছাড়া শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে ৫৪ রানে গুটিয়ে যায় তারা।
ছোট টার্গেট তাড়া করতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি বাংলাদেশ নারী দলকে। বোলিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, ও ফাহিমা। আর দলের সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার দিলারার ব্যাট থেকে।
আরও পড়ুন: চেন্নাইয়ে ৪২ বছরের রীতি পরিবর্তন করলেন শান্ত
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/এফএএস