আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। আর প্রথম ম্যাচেই নতুন এক রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। তবে এই রেকর্ড গড়ার পথেও আক্ষেপ থেকে যাচ্ছে শারমিন আক্তারের।
কেননা বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটের হিসেবে ওয়ানডে ক্রিকেটে শতক করার কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। নার্ভাস নাইনটিনে গিয়ে মাত্র ৪ রানের আক্ষেপে পুরেছেন তিনি। এছাড়া ফারজানা হককে পেছনে ফেলে দ্রুততম সময়ে সেঞ্চুরি পূরণের সুযোগও হাতছাড়া করেছেন তিনি।
এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ৫৯ রান। ৩৮ রান করে মুর্শিদা খাতুন বিদায় নিলেও উইকেটের অপরপ্রান্তে টিকে ছিলেন ফারজানা।
আরও পড়ুন:
» আইপিএলে দল পেয়ে বিশ্বাস হচ্ছিল না অনভিষিক্ত কিউই ক্রিকেটারের
এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে শতরানের জুটিতে দলের শক্ত ভিত গড়ে দেন ফারজানা। তিনি ফিফটির পর ৬১ রানে আউট হলেও সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শারমিন। তবে ৮৯ বলে ৯৬ রান করে থামতে হয় তাকে। এতে প্রথমবারের মতো শতকের সুযোগ পেয়েও মিস করলেন শারমিন।
এর আগে গতবছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে ২৫০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে সেটি ছিল বিদেশের মাটিতে। আর দেশের মাটিতে এর আগে সাবিনা খাতুনদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ ছিল ২২৫ রান। এবার সকল রেকর্ড ভেঙে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস