মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর বসেছে নেপালের ললিতপুরে। চারটি দলকে নিয়ে শুরু হওয়া এবারের আসরের ফাইনাল ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে ভারত ও বাংলাদেশ। ফাইনালের আগে রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (শুক্রবার) ভুটানের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশের জন্য তাই আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ, সাথে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নেবারও। ভুটানের বিপক্ষে ললিতপুরের এএনএফএ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ৩ টায়। শুরু থেকেই ভুটানের মেয়েদের চেপে ধরে প্রীতি-ফাতেমারা। একের পর এক আক্রমণে ম্যাচে লিড পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুনিয়র টাইগ্রেসদের।
ম্যাচের ১৩ মিনিটে মাঠের বাঁ পাশ থেকে আসা দুর্দান্ত পাস থেকে সূক্ষ্মভাবে হেড দিয়ে লাল সবুজদের গোলের খাতা খুলেন সুরভী আকন্দ প্রীতি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফাতেমা আক্তার। ৩৩ মিনিটে তার গোলেই ২-০ তে এগিয়ে যায় ২০১৭ সালে আসরটির শিরোপা জয়ী বাংলাদেশ। এর ঠিক ২ মিনিট পরেই দলের তৃতীয় গোল করেন ক্রানুচিং মারমা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতির পর আক্রমণের ধারা সচল রাখে বাংলাদেশ। যার ফল আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটের মাথায়ই। ম্যাচের ৪৭ মিনিটে আবারও বাংলাদেশের গোল। স্কোরশীটে এবার নাম তোলেন সাথী মুন্ডা। টাইগ্রেসদের পঞ্চম গোলের দেখা পেতে এবার অবশ্য কিছুটা অপেক্ষা করতে হয়। চতুর্থ গোলের ঠিক বিশ মিনিট পর থুইনুয়ে মারমার গোলে ভুটানের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
টাইগ্রেসদের গোল বন্যার ম্যাচে ভুটানের জালে আরেকবার বল জড়ান সুরভী আকন্দ প্রীতি। ৭৭ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের হয়ে ষষ্ঠ গোল করেন এই নারী ফুটবলার। ম্যাচের বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা না পাওয়ায় ৬-০ গোলের বিশাল ব্যবধানে একপেশে ম্যাচটি নিজেদেরই করে নেয় বাংলাদেশের মেয়েরা।
আসরটির ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত এই একই ভেন্যুতে আগামী ১০ মার্চ (রবিবার)। স্বাগতিক নেপালকে ১০-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রেখেছে ভারত। যদিও শক্তিশালী এই দলকেই রাউন্ড রবিন পর্বে ৩-১ ব্যবধানে হারানো বাংলাদেশ অপরাজিত দল হিসেবেই শিরোপার লড়াইয়ে রবিবার খেলতে নামবে।
আরও পড়ুন: কনকাকাফ কাপের ফাইনালে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমএস/এমটি