Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে এবারো অস্ট্রেলিয়াকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Bangladesh U19 Womens Team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের একাংশ। ছবি- বিসিবি

চলতি মাসেই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর। এবারের টুর্নামেন্টটির আয়োজক দেশ মালয়েশিয়া। ১৬ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশও রয়েছে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার স্বপ্নের বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ায় পাড়ি জমাবে টাইগ্রেস তরুণীরা।

অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল (২ জানুয়ারি) মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশের মেয়েরা। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতির উপস্থিতিতে অফিশিয়াল ফটোসেশন সম্পন্ন হয়েছে। ফটোসেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। এ সময় বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা জানান তিনি।

সুমাইয়া বলেন, ‘আমরা এখনো ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাবো। আমাদের দলটাও বেশ ভালো। আমরা যদি আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে পারি, আমাদের দলের শক্তির জায়গা নিয়ে লড়াই করি, তাহলে ভালো কিছুই হবে।’

Bangladesh U19 Womens Cricket Team

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি- বিসিবি

আরও পড়ুন:

» এত কম সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় : বিসিবি সভাপতি

» অবিশ্বাস্য ক্যাচে সকলের মন জয় করলেন ম্যাক্সওয়েল (ভিডিও)

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেস তরুণীদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গত আসরেও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সে বিশ্বকাপে অজি নারীদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের তরুণীরা। এবারও তাদেরকে হারাতে আত্মবিশ্বাসী সুমাইরা।

তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়েছি।’

বাংলাদেশের গ্রুপের অপর দুই প্রতিপক্ষ হলো নেপাল ও স্কটল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেস তরুণীরা।

বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, আফিয়া আশিমা ইরা, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, মোসাম্মৎ ইভা, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট