Connect with us
ক্রিকেট

বড় স্কোর গড়েও হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

Bangladesh vs West Indies ODI
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি- ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই হেরে বসে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় তুলে দিয়ে দীর্ঘ এক দশক পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। এবার মান বাঁচানোর লড়াইয়ে শেষ ম্যাচে বড় স্কোর গড়েও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ জিতল উইন্ডিজ।

গতকাল সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে হবে বাংলাদেশ। এদিন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীর ফিফটিতে ৩২১ রানের বড় সংগ্রহ পেয়েছিল টাইগাররা। তবে এই রান তারা করতে দেবে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

২০২৪ সালের শেষ ওয়ানডে ম্যাচে এসে বছরের প্রথম ৩০০ বা তার অধিক রাগ সংগ্রহ করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে আমির জাঙ্গোর ৮৩ বলে ১০৪ রানের ইনিংস ও কেসি কার্টির ৮৮ বলে ৯৫ রানের সুবাদে বাংলাদেশের যাওয়ার টার্গেট টপকে যায় স্বাগতিকরা। শেষ দিকে ৩১ বলে ৪৪ রান করে ম্যাচ শেষ করেন গুদাকেশ মতি।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়ে বাংলাদেশ। কোন রান না করে ফিরে যান তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। তবে এর পরে বেশ ভালোভাবে দলের হাল ধরেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। চার ছক্কা ও ছয় চারে ৭৩ রানের ইনিংস খেলেন সৌম্য। মিরাজের ব্যাট থেকে এসেছে ৭৭ রান।

আরও পড়ুন:

» পাঁচ ম্যাচে লিটনের ৩ ডাক, তামিমের পেছনেই আছেন তিনি

» দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (১৩ ডিসেম্বর ২৪)

তবে ভালো শুরুর পরেও মিডল অর্ডারে দ্রুত কিছু উইকেট পতনে ফের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে আরো একবার দলের ভরসা হয়ে ফিরে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী। দুইজনেই ইনিংস শেষ করে তবেই মাঠ ছেড়েছেন। রিয়াদের ব্যাট থেকে আসে ৬৩ বলে ৮৪ রানের ঝলমল এক ইনিংস।

জাকের আলী শেষ পর্যন্ত করেছেন ৫৭ বলে ৬২ রান। এতে করে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বোলাররা এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। এছাড়া সিরিজের প্রথম ম্যাচেও তিনশর কাছাকাছি রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। মাঝে দ্বিতীয় ম্যাচে অনেকটা ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট