Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে জেতা হলো না বাংলাদেশের

Bangladesh vs England
বাংলাদেশ বনাম ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখ দেখল টাইগ্রেসরা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ২১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (৫ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করে ইংলিশরা। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার সাথি রানী ও দিলারা আক্তার। তবে দলীয় ১৬ রানের মাথায় এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান দিলারা (৬)। এর কিছুক্ষণ পরেই দিলারার দেখানো পথে হাটেন আরেক ওপেনার সাথি(৭)।

শুরুতেই দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রান তোলার গতি আরো কমে যায়। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল টাইগ্রেসরা। কিন্তু দলীয় ৫২ রানের মাথায় রানআউট হয়ে ফিরে যান অধিনায়ক জ্যোতি(১৫)।

Joty was run out against England

গুরুত্বপূর্ণ সময়ে রানআউটের শিকার হন জ্যোতি। ছবি- সংগৃহীত 

জ্যোতি ফিরে যাওয়ার পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা স্বর্না আক্তার। এরপর তাজ নেহারকে নিয়ে ২৫ বলে ২৫ রান যোগ করেন সোবহানা। এই জুটিতেই জয়ের দারুণ এক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে দলীয় ৮০ তাজ ফিরে যাওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ৯৭ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান এসেছে সোবহানার ব্যাট থেকে। ৪৮ বলে ১ চার ও এক ছয়ের মারে এই রান করেছেন তিনি। ইংলিশদের হয়ে লিনজে স্মিথ ও চার্লি ডিন ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ শুরু পায় ইংল্যান্ড । তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। তবে প্রথম উইকেট হারানোর পর কিছুটা চেপে যায় ইংল্যান্ডের রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন ফাহিমা-রিতুরা। বোলারদের কল্যাণে ১১৮ রানের মধ্যেই তাদের আটকে দিতে সক্ষম হয় বাংলাদেশ।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নিকোল ওয়াট। এছাড়া আরেক ওপেনার মাইয়া বুচারের ব্যাট থেকে আসে ২৩ রান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন নাহিদা, ফাহিমা ও রিতু। এছাড়া ১টি উইকেট নিয়েছেন রাবেয়া খান।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট