Connect with us
ক্রিকেট

পারল না বাংলাদেশ, আফগানিস্তানের কাছে সিরিজ হার

Bangladesh vs Afghanistan 3rd Odi 2024
বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিল টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে এসে আবারও ব্যর্থ হয়েছে মিরাজরা। প্রথম দুই ম্যাচে ১-১ সমতার পর তৃতীয় ম্যাচে হেরে সিরিজ খুইয়েছ লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১১ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় আফগানিস্তান।

এ নিয়ে আফগানিস্তানের কাছে টানা দুই ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। এবার নিরপেক্ষ ভেন্যুতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে মিরাজরা।

এদিন ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান। দলীয় ৪১ রানের মাথায় বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। সেদিকুল্লাহ অটলকে (১৪) ফিরিয়ে নিজের অভিষেক উইকেট তুলে নেন এই পেসার। এরপর তিন ও চারে নামা রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদীও বেশি সুবিধা করতে পারেনি। রহমত (৮) ও হাশমতউল্লাহ (৬) দুজনেই মুস্তাফিজের শিকার হয়ে ফিরে যান।

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহর ইনিংসকে ‘অবিশ্বাস্য’ বললেন তার স্ত্রী

» অভিষেকে নাহিদের গতির ঝড়, মুগ্ধ ইয়ান বিশপ

একশোর আগে তিন উইকেট তুলে নিয়েও রহমানউল্লাহ ও আজমতউল্লাহ গুরবাজ অস্বস্তিতে ফেলেন বাংলাদেশি বোলারদের। চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন তারা। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ সেঞ্চুরি মিস করলেও আফগান ব্যাটার রহমানউল্লাহ সুযোগ হাতছাড়া করেননি।

সেঞ্চুরি তুলে নিয়ে মিরাজের বলে আউট হয়ে ফেরেন গুরবাজ। প্যাভিলিয়ন ফেরার আগে ৫ চার ও ৭ ছয়ের মারে ১২০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা গুলবাদিন নাইবকে (১) ফিরিয়ে কিছুক্ষণের জন্য ম্যাচে ফিরেছিল বাংলাদেশ।

তবে অপরপ্রান্তে সেট ব্যাটার আজমতউল্লাহ ও মোহাম্মদ নবির ব্যাটে ম্যাচটি নিজেদের করে নেয় আফগানিস্তান। ৬ষ্ঠ উইকেটে ৪৮ বলে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচটি জিতে নেয় তারা। আজমতউল্লাহ ৭৭ বলে ৭০ ও নবি ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। এছাড়া ১টি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও ওপেনার সৌম্য (২৪) ফেরার পরই হোঁচট খায় বাংলাদেশ। ৫৩ রানে প্রথম উইকেট পতনে পর ৭২ রানেই ৪ উইকেট হারায় টাইগাররা।

চাপের মুখে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৪৫ রানের দুর্দান্ত জুটি গড়েন রিয়াদ। ১১৯ বলে ৬৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে ফিরে যান মিরাজ। এরপর ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯৮ রানে আউট হন রিয়াদ। ৭ চার ও ৩ ছয়ের মারের এই ইনিংসটি সাজান রিয়াদ।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন ওমরজাই। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি ও রশিদ খান।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট