Connect with us
ক্রিকেট

আজ বাংলাদেশ ক্রিকেট দলের ‘শুভ জন্মদিন’

The First Team of Bangladesh Cricket
৪৮ বছর আগে ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জেগে ওঠে নতুন একটি দেশ, নতুন একটি পতাকা এবং নতুন একটি পরিচিতি। যেখানে দীর্ঘ ২৩ বছরের অন্যায় অত্যাচারের কঠিন সময় পার করে জন্ম নেয় আজকের এই বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের পর নতুনরূপে গড়ে উঠতে থাকে সোনার বাংলা। ওই সত্তরের দশকেই ‘বাংলাদেশ’ নামে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে নামে ক্রিকেট দল।

চোখের পলকে বাংলার ক্রিকেট পার করে ফেললো ৪৮টি বছর। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি প্রয়াত শামীম কবীরের নেতৃত্বে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে নামেন এদেশের ক্রিকেটাররা। তৎকালীন সময়ে আজকের এই দিনে ঢাকা স্টেডিয়ামে প্রথমবারের মতো মেরিলিবোর্ন ক্রিকেট দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। যেখানে ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই ম্যাচের দর্শকদের খেলা দেখতে আসায়। এছাড়াও এই সফরে এর আগে আরও দুইটি ম্যাচ খেলে মেরিলিবোর্ন ক্রিকেট দল। তবে সেগুলো বিভিন্ন আঞ্চলিক নামে হওয়ায় ততটা গুরুত্ব পায়নি।

তৎকালীন সময়ের আজকের দিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে বাংলাদেশ ২৬৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ইউসুফ রহমান বাবু। এছাড়াও ফারুক, অধিনায়ক শামীম ও রুমি করেন যথাক্রমে ৩৫, ৩০ ও ২৮ রান।

আরও পড়ুন:

» বরিশালের জার্সিতে নতুন ভূমিকায় নাজমুল শান্ত

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখা যাবে সাকিব-তামিমকে? যা বলল বিসিবি

এদিকে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মেরিলিবোর্ন ক্রিকেট দল ৩৪৭ রানে অলআউট হয়ে যায়। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫২ তুলতে সক্ষম হয় নবীন বাংলাদেশ। এরমধ্যে নির্ধারিত সময় শেষ হওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

মূলত এই ম্যাচটি ছিল পরীক্ষামূলক ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট খেলা পারে কি না সেটা পরীক্ষার করার জন্যই এই ম্যাচের আয়োজন করে আইসিসি। পরবর্তীতে মাঠের খেলায় নবীন বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স এবং মাঠের বাইরে দর্শক উপস্থিতি দেখে আইসিসি সন্তুষ্ট হয় এবং এমসিসির ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে ওই বছরেরই জুন মাসে বাংলাদেশকে নিজেদের সহযোগী দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে আইসিসি। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দ্বার উন্মোচিত হয় বাংলাদেশের জন্য।

তৎকালীন সময়ে মেরিলিবোর্ন ক্রিকেট দলের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে খেলা দলটিই বাংলাদেশের প্রথম ক্রিকেট দল। বর্তমান সময়ের আধুনিক ক্রিকেটে তিনটি ফরম্যাটে খেলা হয়। যেখানে আধুনিক ক্রিকেটে বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন তিনজন। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাঈমুর রহমান দুর্জয় এবং টি-টোয়েন্টিতে শাহরিয়ার নাফিস। আধুনিক ক্রিকেটের তিন ফরম্যাটের প্রথম ক্যাপ্টেন এনারা হলেও বাংলার ক্রিকেটের প্রথম ক্যাপ্টেন হিসেবে বিবেচিত হন প্রয়াত শামীম কবীর। ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান এই ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচে ছিলেন যারা-

শামীম কবীর (অধিনায়ক), রকিবুল হাসান (সহ-অধিনায়ক), শফিকুল হক হীরা, মাইনুল হক, ওমর খালেদ, এ এস এম ফারুক, সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, দৌলতুজ্জামান, দিপু রায় চৌধুরী ও খন্দকার নজরুল কাদের লিন্টু।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট