খেলার মাঠে রিতীমতো উড়ছে বাংলাদেশ। গত রবিবার ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে। তার একদিন আগেই বাংলাদেশের ছেলেরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছে। এই জয়ের ধারাবাহিকতা এবার ফুটবলেও বজায় রেখেছে বাংলাদেশ।
সোমবার ঘরের মাঠে সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করেন।
সোমবার (৪ ডিসেম্বর) ‘ফিফা মহিলা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ (ফিফা টায়ার-১)’ এর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ফুটবল দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ১৬ মিনিটের মাথায়ই দলকে এগিয়ে দেন প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুন। বক্সের ভেতর থেকে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তার দু’মিনিট পরই কর্নার কিক থেকে আসা বল বক্সের মধ্য থেকে জালে পাঠান ঋতুপর্ণা চাকমা। ২৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ১০ নাম্বার জার্সি পরিহিত তহুরা খাতুন। আর এই ৩-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরকে গোল বন্যায় ভাসায় তহুরারা। দ্বিতীয়ার্ধে আরো ৫ টি গোল যোগ করে বাংলাদেশের মেয়েরা। বিরতির পর ঋতুপর্ণা তার জোড়া গোল পূর্ণ করেন। এছাড়া সানজিদা আকতার, সাবিনা খাতুন, সুমায়া ও শামসুন্নাহারের গোলের কল্যানে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় মেয়েরা।
এর আগে প্রথম ম্যাচেও ৩-০ গোলে পরাজিত হয় সিঙ্গাপুরের মেয়েরা। সে ম্যাচের ন্যায় আজকের ম্যাচেও তেমন কোন তেমন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। দুই ম্যাচ সিরিজে ২-০ তে বিজয়ী বাঘিনীরা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
ক্রিফোস্পোর্টস/০৪ডিসেম্বর২৩/এমটি