দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ইতোমধ্যে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৬.৪ ওভার খেলে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার মেয়েরা। ফলে ১০৪ রান বিশাল জয়ে পেয়েছে টাইগ্রেসরা।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ৪০ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাথি রানি। ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে সুবহানা মুস্তারির ব্যাট থেকে। এছাড়া ২৪ বলে ৩৪ রানের মারমুখী ইনিংস খেলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ।
আরও পড়ুন:
» পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন
» বাংলাদেশকে হারাতে তেমন সমস্যা হবে না, বলছেন দীনেশ কার্তিক
অন্যদিকে বল হাতে ২ দশমিক ৪ ওভার হাত ঘুরিয়ে করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেন অধিনায়ক রাবেয়া খান। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।
এদিকে স্বাগতিক লঙ্কান নারীদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৮ রান আসে নেথমি পূর্ণার ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন কৌশিনী নুথিয়াঙ্গা। বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন মাল্কি মাদারা।
এর আগে প্রথম টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয় নিয়ে ২-০ তে এগিয়ে আছে রাবেয়া খানের দল। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/বিটি