ফিফা র্যাঙ্কিংয়ের সুখবর পেয়েছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিয়ে বড় লাফ দিয়ে ছয় ধাপ এগিয়েছে জামাল ভূঁইয়ারা। আর আগে থেকেই শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট বাড়ায় আরো মজবুত করে নিয়েছে স্থানটি।
অনেকদিন ধরেই ফিফা র্যাঙ্কিয়ের তলানিতে ছিলো বাংলাদেশ ফুটবল দল। তবে এবার কিছুটা উন্নতি হয়েছে তাদের। সম্প্রতি বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে পরাজিত করে বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে স্থান করে নেয় জামালরা।
এই জয়ের ফলে ফিফা র্যাঙ্কিয়ে লক্ষনীয় উন্নতি হয় বাংলাদেশের। পূর্বে ৮৯৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিয়ের ১৮৯ নাম্বারে ছিলো বাংলাদেশ। আর নতুন র্যাঙ্কিয়ে ৬ ছাপ ধাপ এগিয়ে ৯১২ পয়েন্ট নিয়ে ১৮৩ নাম্বারে উঠে এসেছে তারা। ৯১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ উপরে রয়েছে ভূটান।
অন্যদিকে শীর্ষ ৩টি স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিল। র্যাঙ্কিংয়ে না এগোলেও রেটিং পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনা ও ফ্রান্সের। তবে সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারায় ব্রাজিলের রেটিং পয়েন্ট কমে ১৮১২ তে চলে এসেছে যা আগে ছিলো ১৮৩৮।
ফিফা র্যাঙ্কিয়ে এগিয়েছে পর্তুগাল ও স্পেন। ২ ধাপ এগিয়ে ৮ থেকে ৬ নাম্বারে উঠেছে রোনালদোর দল। আর স্পেনও ২ ধাপ এগিয়ে ১০ থেকে ৮ নাম্বারে উঠে এসেছে। বড় অবনতি ক্রোয়েশিয়ার। তারা ৬ থেকে ১০ নাম্বারে নেমে গেছে।
আরও পড়ুন: রাতের বেলা ঢাকা ছেড়ে কলকাতায় গেলেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমটি/এজে