কানপুর টেস্টের প্রথম দিনেই বাগড়া দেয় বৃষ্টি। ফলে কিছুটা দেরিতে মাঠে গড়ায় প্রথম দিনের খেলা। তবে আবারও বৃষ্টি নামার শঙ্কা ছিল। পরবর্তীতে সে শঙ্কাই সত্যি হয়। বৃষ্টির কারণে কেবল ৩৫ ওভার মাঠে গড়িয়েই শেষ হয় প্রথম দিনের খেলা।
তবে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে এসে বৃষ্টি আরো জোরালো হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে পুরো মাঠই এদিন ঢাকা ছিল। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
গতকাল রাত থেকেই টানা বৃষ্টি হয়েছিল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের এলাকায়। ফলে আগে থেকেই মাঠ ভেজা থাকায় খেলা নির্দিষ্ট সময়ের কিছুটা পরে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু সকালেই আবারও বাগড়া দেয় বৃষ্টি। থেমে থেমে বেশ কয়েকবার এমন হয়েছে।
আরও পড়ুন:
» নেইমারের স্কোয়াডে না থাকা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
» লঙ্কার ছয়শো রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল ৮৮ রানে!
দুপুরের দিকে বৃষ্টি বেশ কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ ছিল। তবে মাঠ বেশি ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানো সম্ভব ছিল না। ফলে দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে প্রথম দিন শুরুতে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। মাঠে অপরাজিত আছেন দুই সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল ৮১ বলে ৪০ এবং মুশফিক ১৩ বলে ৬ রান করেছেন।
এছাড়া বাংলাদেশের পক্ষে সাদমান ইসলাম ২৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করে আউট হয়ে যান। তবে ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন। স্বাগতিকদের পক্ষে কাশ দীপ ২টি এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/বিটি