সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (বৃহস্পতিবার) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সেখানেও ১১–১১ গোলে সমতা হয়েছে । এরপর জয়ী দল নির্ধারণের জন্য টস করেন রেফারি। সেখানে হেরে যায় বাংলাদেশ। পরবর্তীতে নানা নাটকীয়তার পর টসের সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরতেই এগিয়ে যায় ভারত। সপ্তম মিনিটের মাথায় ভারতের হয়ে গোলটি করেন শিবানী দেবি। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।
ম্যাচের শেষদিকে ১-০ তে পিছিয়ে থেকে বাংলাদেশ যখন হারার পথে ঠিক তখন যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। ৯৩ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে গোলটি করেন সাগরিকা।
নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। টানা ১১টি স্পট কিক থেকে ১১টি করে ২২টি গোল পায় দুদল। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল বের করতে টসের আশ্রয় নেন রেফারিরা। পরে সেখানে ভারত টস জেতায় তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
তবে টসের সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ। এরপর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ম্যাচ কমিশনার এবং আবারো টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এতে ভারত আপত্তি জানায়। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
আরও পড়ুন: একই রাতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এমটি