এবারের বিশ্বকাপটা যেন টিম বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের মতো। যার শুরুটা বিশ্বকাপ যাত্রার আগের দিন। বিতর্ক সঙ্গী করে দেশ ছেড়েও প্রথম স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলা। তা আর হলো কই—তাসের ঘরের মতো ভেঙে গেছে সেমির স্বপ্ন। একরাশ হতাশা সঙ্গী করে ঘরে ফিরেছে সাকিব বাহিনী।
ভারত বিশ্বকাপের প্রথম পর্ব সেরেই দেশের বিমান ধরেছে বাংলাদেশ। টাইগারদের হতাশার বৃত্তের একটু স্বস্তি দিয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। কেননা টেবিলে তারা বাংলাদেশের নিচে আছে। ৮ নম্বরে থেকে ফিরেছে হাথুরুর শিষ্যরা।
বিশ্বকাপের মঞ্চ থেকে হতাশ হয়ে ফেরা বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। তবে বিশ্বকাপে এমন ভরাডুবি আগে কখনো হয়নি। জিতেছে নয়তো লড়াই করে হেরেছে। কিন্তু ভারত বিশ্বকাপ যেন ওয়ানডে ফরম্যাটে বেশ পরিণত দলটিকে টেনে মাটিতে নামাল। এমন ফল কেউ আশা করেনি, বাংলাদেশ দলও এভাবে ফিরতে চায়নি।
রবিবার সকালে চাটার্ড ফ্লাইটে করে দেশের মাটিতে পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিদেশি কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টসহ বাকি সদস্যরাও ফিরেছেন। আর অধিনায়ক সাকিবতো আগেই দেশে ফিরেছিলেন।
এদিকে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। চলতি মাসের শেষ সপ্তাহে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ২৮ নভেম্বর সিলেটের মাটিতে গড়াবে প্রথম টেস্ট। আর শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে বিসিবির কাছে শান্তর আবদার
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এসএ