Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

Bangladesh vs Srilanka 2nd Odi 2024
দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

প্রথম ওয়ানডেতে জয়ের পর সুযোগ ছিলো দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতে নেওয়ার। তবে সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেটে হেরেছে টাইগরারা। ফলে সিরিজে জয় পেতে শেষ ওয়ানডের দিকে তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

আজ শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও টস জিতেছে সফরকারীরা। তবে টস জিতেই যেন প্রথম ম্যাচের ভাগ্য পাল্টে ফেলেছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস।

প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহের আভাস দিয়েও আড়াইশ পেরিয়েই অলআউট হয়ে যায় লঙ্কানরা। এরপর বোলিংয়ে শুরুতেই ৩টি উইকেট তুলে নিলেও পরবর্তীতে আর তেমন সুবিধা করতে পারেননি বোলাররা। ফলশ্রুতিতে শুরুতে কয়েকটি উইকেট হারিয়েও খুব সহজেই জয় তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশ।

বোলাররা সুবিধা করতে না পারার মূল কারণ ছিল শিশির। আর সে চিন্তা থেকেই আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর সেখানেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যায়।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। পরবর্তীতে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর জুটিতে বড় সংগ্রহের আভাস দেয় স্বাগতিকরা। শান্ত ৪০ রান করে ফিরে গেলে সৌম্য সরকারের ৬৮, তাওহীদ হৃদয়ের ৯৬ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৮৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪টি এবং দিলশান মাধুশঙ্কা ২ টি উইকেট নেন।

২৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।

প্রথম ওয়ানডের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের মতো এদিনও শুরুতেই আঘাত হানে বাংলাদেশের বোলাররা। ৪৩ রানেই তুলে নেয় শ্রীলঙ্কার ৩ টি উইকেট। তবে এরপরই পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। শত চেষ্টা করেও তাদের জুটি ভাঙতে পারছিলো না বাংলাদেশের বোলাররা। তবে যখন তাদের জুটি ভাঙে তখন অনেক দেরি হয়ে যায়।

২২৮ রানের মাথায় তাদের ১৮৫ রানের জুটি ভাঙলেও তার আগেই ম্যাচ বের করে নেয় সফরকারীরা। যার ফলে লক্ষ্যে পৌছাতে তেমন বেগ পেতে হয়নি পরবর্তী ব্যাটারদের। তবে নিশাঙ্কা সেঞ্চুরি করে ১১৪ রানে আউট হলেও সেঞ্চুরি করতে ব্যর্থ হন আসালাঙ্কা। ৯১ রান করে ফিরে যান এই অলরাউন্ডার। এছাড়া শেষদিকে ২৫ রান করেন হাসারাঙ্গা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন, এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিব ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৮৬/৮ (৫০ ওভার)

শ্রীলঙ্কা: ২৮৭/৭ (৪৭.১ ওভার)

ফলাফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম 

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট