Connect with us
ক্রিকেট

এমন সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ

TEam bangladesh Odi world cup 2025 women
বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে একটি সুযোগ এসেছে। ছবি- সংগৃহীত

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ভারতের মাটিতে। ৮টি দল নিয়ে ২০২৫ সালে মাঠে গড়াবে প্রমীলা বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্ব এই আসরে অংশ নিতে হলে বাছাইপর্ব পাস করতে হবে বাংলাদেশ দলকে। তবে আসরটি সামনে রেখে এবারের বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে একটি সুযোগ এসেছে।

কী সেই সুযোগ?

ক’দিন বাদেই ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে টাইগ্রেসদের সেই স্বপ্ন পূরণ হবে। খেলতে হবে না বাছাইপর্ব। সরাসরি বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৭ নভেম্বর মিরপুরের মাটিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

এদিকে এমন সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। এমন বার্তাই দিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি’র নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।


আরও পড়ুন :

» গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়লেন সাকিব

» বাংলাদেশ-আয়ারল্যান্ড : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

»  রাহুলকে কেন আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ গাঙ্গুলী?


বুধবার মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের এখন মূল লক্ষ্য এই সিরিজটা ৩-০ ব্যবধানে জেতা। সুযোগটা আমরা কাজে লাগিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের সব ফোকাস এখন এই সিরিজ ঘিরে।

সিরিজটি সামনে রেখে চলতি মাসের ২২ তারিখ বাংলাদেশে পা দেবে আয়ারল্যান্ড নারী দল। প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। ১৮ নভেম্বর বিসিবির ঘোষণা করা দীর্ঘ স্কোয়াডে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে রাখা হয়েছে ১৫ জনকে।

২০২৫ সালের ১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের, ৮ দলের মধ্যে ৩১ ম্যাচের লড়াই শেষে ২৫ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নামবে। আসরে আয়োজক দেশ হিসেবে অংশ নিচ্ছে ভারত। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। অজি নারীরা এ পর্যন্ত ৭বার শিরোপা ঘরে তুলেছে।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২০২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট