Connect with us
ক্রিকেট

টানা দুই জয়ে শ্রীলঙ্কায় সিরিজ ড্র করল বাংলাদেশ

Bangladesh draws series in Sri Lanka with two consecutive wins
শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চলতি মাসে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রস্তুতি হিসেবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে লঙ্কানদের মাটিতে সিরিজের শুরুটা আশানুরূপ না হলেও শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে জুনিয়র টাইগাররা। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ দুই ম্যাচে টানা জয় নিয়ে সিরিজ ড্র করেছে নিগার সুলতানা জ্যোতিদের উত্তরসূরিরা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিকদের ২ক রানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

কলম্বোর বিআরসি গ্রাউন্ডে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৬ রান করে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে আগের ম্যাচে সর্বোচ্চ রান করা ওপেনার ফাহমিদা ছোঁয়া আজ ১১ রান করেই ফিরে গেছেন। আরেক ওপেনার মোসাম্মত ইভার ব্যাট থেকে এসেছে ১১ রান।

টপ অর্ডারের আরো দুই ব্যাটার সুমাইয়া আক্তার সুবর্ণা ১৩ ও সাদিয়া ইসলাম ১০ রান করেছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ৪ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তবে আফিয়া আশমিয়ার ২১ এবং জান্নাতুল মাওয়ার ২৪ রান ভর করেই শেষ পর্যন্ত শক্তিশালী পুঁজি গড়তে সক্ষম হয় সফরকারী।

আরও পড়ুন:

» শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

» তামিম ইকবালের নতুন মাইলফলক, বাংলাদেশের প্রথম

শ্রীলঙ্কার পক্ষে ৩.৫ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রশ্মিকা সেওয়ান্দি। এছাড়া চামোদি প্রবোধ মুনাসিংহে ২টি উইকেট নিয়েছেন।

১২৭ রানের লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বোলারদের কল্যাণে ১০৫ রানেই লঙ্কানদের রুখে দেয় বাংলাদেশ। এদিন স্বাগতিকদের হয়ে একাই লড়ে গেছেন হিরুনি হানসিকা। ২৯ বলে ৪৪ রানের এক অপরাজিত ইনিংস খেলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে শেষ পর্যন্ত দলকে সেই কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি তিনি। এছাড়া অধিনায়ক মানুদি নানায়াক্কারার ব্যাট থেকে আসে ২৫ রান।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। এছাড়া একটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন ও আনিসা আক্তার সোভা।

বাংলাদেশের এই জয়ে ২-২ সমতায় সিরিজটি সমাপ্ত হয়েছে। এবার শ্রীলঙ্কা থেকেই বিশ্বকাপের উদ্দেশ্য মালয়েশিয়ায় পাড়ি জমাবে জুনিয়র টাইগ্রেসরা। আগামী ১৯ তারিখ উদ্বোধনী দিনেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী: ১২৬/১০ (১৯.৫ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী: ১০৫/৮ (২০ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ২১ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট