Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ

Bangladesh u19 women cricket team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি- বিসিবি

গতকাল আসন্ন টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। যেখানে বাংলাদেশ স্বপ্ন দেখছে টুর্নামেন্টের ফাইনাল খেলার। এমন প্রত্যাশাই জানিয়েছেন নির্বাচক সজল আহমেদ চৌধুরি।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে খেলে এসেছে বাংলাদেশ দল। সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা এই টাইগ্রেস দলটির স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি ভিন্নতা নেই। দুটি পরিবর্তন এসেছে দলে। যেখানে মাহারুন নেছা ও আরভিন তানির জায়গায় দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম।

সর্বশেষ এশিয়া কাপ থেকে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। সজল বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপের আগে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। ওখানে চারটা প্রস্তুতিমূলক ম্যাচ আছে। আশা রাখি এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে মেয়েদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। একই কন্ডিশনে যেহেতু খেলা, ওরা সেখানে ভালো করবে বলে বিশ্বাস করি।’

সকল দিক বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে বলে মনে করেন নির্বাচক সজল আহমেদ চৌধুরি। তিনি বলেন, ‘আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে। ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে।’

আরও পড়ুন:

» ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টসহ আজকের খেলা (২৭ ডিসেম্বর ২৪)

» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

বিশ্বকাপের ফাইনাল খেলার আশা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের সবাই এক্স ফ্যাক্টর। পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমাদের বৈচিত্র আছে। লেগ স্পিনার আছে। খুব ভালো পারফর্ম করছে। টপ-অর্ডার ব্যাটাররা রান করছে। মিডল অর্ডার যদি আরেকটু ছন্দে আসে, তাহলে সব দিক বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।’

আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে ১৬ দল খেলবে চারটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে। যেখানে বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ পর্বে থাকছে নেপাল, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। এই তিন দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১৮, ২০ ও ২২ জানুয়ারি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, ফারজানা ইয়াসমিন, আফিয়া আশিমা ইরা, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, সাদিয়া আক্তার , সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি ও সাদিয়া ইসলাম।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট