সেই শেখ মোরসালিনের গোলেই শেষরক্ষা হলো বাংলাদেশের। নিষেধাঙ্গা কাটিয়ে একাদশে ফিরে আবারও প্রমান করেলেন কেন তাকে বাংলাদেশের ওয়ান্ডার কিড নাম দেয়া হয়েছিল। তার দুর্দান্ত গোলেই শক্তিশালি লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ। প্রথমে এক গোলে পিছিয়ে পড়ার পরও তার গোলে ১-১ সমতায় ড্র নিয়ে মাঠ ছাড়ে হাবিয়ের কাবেরার দল।
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২১ নভেম্বর) মুখোমুখি হয় বাংলাদেশ-লেবানন। ঢাকার বসুন্ধরা কিংস এরিনায় স্থানীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।
সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠতে থাকে ম্যাচ। যদিও প্রথমার্ধে স্বাগতিকদের থেকে লেবানন সব দিক দিয়েই এগিয়ে ছিল। জামালদের প্রতিপক্ষের গোলমুখে নেয়া শটের সংখ্যা ৩ টি, লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ১ টি। অন্য দিকে বাংলাদেশের গোলমুখে মোট ৬ টি শট নেয় লেবানন যার মধ্যে ২ টি লক্ষ্যে ছিল। এই আক্রমণ-পাল্টা আক্রমণের পরও গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় উভয় দল।
গোল করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে জামাল ভূঁইয়ারা। তবে ৬৮ মিনিটের মাথায় খেলার অচলাবস্থা ভেঙ্গে দেন লেবাননের মাজেদ ওসমান। একটি গোল হজম করে বসে বাংলাদেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লেবানন। এর মাত্র পাঁচ মিনিট পরেই মোরসালিনের দুর্দান্ত গোলে সমতায় ফিরে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে একটি জোড়ালো শট করে সমতাসূচক এই গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোলে বিধ্বস্ত হয় জামাল ভূঁইয়ারা। গ্রুপের চার নম্বরে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় না পেলেও পয়েন্ট ভাগাভাগি করেছে জামাল ভূঁইয়ারা।
আরও পড়ুন: বাংলাদেশ-লেবানন ম্যাচের প্রথমার্ধ গোল শূণ্য
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমটি