
সাবিনা খাতুনরা বিদ্রোহ করায় জুনিয়র ফুটবলার নিয়েই দল গঠন করেছিলেন পিটার বাটলার। পরবর্তীতে নিজেদের অবস্থান পরিবর্তন করার পরেও দুবাই সফরে ছিলেন না সিনিয়র ফুটবলাররা। এতে দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছেন জুনিয়ররাই। তবে দুই ম্যাচেই তারা টের পেলেন আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ।
সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা এমনিতেই বাংলাদেশ দলের চেয়ে এগিয়ে ছিলেন ফিফা র্যাঙ্কিংয়ে। সেখানে জুনিয়র ফুটবলারদের কাছ থেকে খুব ভালো পারফর্ম করার প্রত্যাশা ছিল না। বাস্তবেও তেমন লড়াই জমাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচের মতো আজও তারা পরাজিত হয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
দুবাইয়ে এদিন ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। নউফের গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করেন মিয়া। ৬১তম মিনিটে আমিরাতের হয়ে গোল করেন জর্জিয়া। আর ম্যাচের শেষ দিকে স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে এক গোল শোধ এনে দেন আফিদা।
আরও পড়ুন:
» রোনালদোর আল-নাসরের ম্যাচসহ আজকের খেলা (৩ মার্চ ২৫)
» আইপিএল বয়কটের আহ্বান সাবেক পাকিস্তানি অধিনায়কের
প্রথম ম্যাচের মতো আজও গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন ইয়ারজান। আরব আমিরাতের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন ডিফেন্ডার আফিদা খন্দকার। গত ম্যাচের কোহাতি কিসকুু, স্বপ্না রয়েছেন একাদশে। জায়গা পেয়েছেন আইরিন, প্রীতি, তনিমা, সুলতানা, রিপারা। মুনকির পরিবর্তে দলে ফিরেছেন অর্পিতা বিশ্বাস।
উল্লেখ্য, এই ম্যাচ সরাসরি দেখা যায়নি কোন সম্প্রচারকারী মাধ্যমে। বাফুফে একাধিক পোস্টের মাধ্যমে ম্যাচের ফলাফল তুলে ধরেছেন দর্শকদের সামনে। এদিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ পাওয়া জুনিয়র ফুটবলাররা নিজেদের আরও গুছিয়ে নেয়ার সুযোগ পাবেন ভবিষ্যতে।
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৫/এফএএস
