
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সাদমানের সেঞ্চুরিতে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। সফরকারীদের পুঁজি টপকে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল শান্ত-মুশফিকদের সামনে। তবে দিনের শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা থমকে গেছে বাংলাদেশের রানের গতি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯১ রান। মাঠে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম(৫*)। বাংলাদেশের হয়ে ১৮১ বলে ১২০ রানের ইনিংস খেলেন সাদমান। এছাড়া মুশফিকুর রহিম ৪০, এনামুল হক ৩৯, মুমিনুল হক ৩৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট শিকার করেন ভিনসেন্ট মাসেকেসা।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় সফরকারীরা। আগের দিন ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম আজ প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রোডেশিয়ানদের অলআউট করে দেন।
আরও পড়ুন:
» দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ! কারণ জানা গেল
» নাটকীয়তায় ভরা ম্যাচে টাইব্রেকারে চ্যাম্পিয়ন কিংস
জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও এনামুলের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই শতরান পার করে টাইগাররা। লাঞ্চের আগে কোনো উইকেটের পতন ঘটেনি। তবে লাঞ্চের পর দলীয় ১১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফিরে যান দারুণ খেলতে থাকা বিজয়।
এরপর মুমিনুলকে নিয়ে জুটি গড়ে আরও ৭৬ রান যোগ করেন সাদমান। এই জুটিতে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার। দলীয় ১৯৪ রানের মাথায় মুমিনুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। এরপর অবশ্য সাদমানও হাঁটেন মুমিনুলের দেখানো পথে। ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। তার ১২০ রানের ইনিংসে ১৬টি চার ও ১টি ছয়ের মার ছিল।
পরপর দুই উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন তারা। তবে জুটি ভাঙার পরেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ২৫৯ রানের মাথায় শান্ত ফিরে গেলে পরবর্তী ২০ রানে আরও ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে মুশফিক, জাকের আলী ও নাইম হাসানরা ফিরে যান।
তবে শেষের ব্যাটিং ধসের পরও চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। মাঠে অপরাজিত থাকা মিরাজ ও তাইজুল শেষদিকে কার্যকরী রান তুলতে সক্ষম। এখন দেখার পালা তৃতীয় দিন বাংলাদেশের লিড কতদূর নিতে যেতে পারেন বাকিরা।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি
