
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটাররা। মুমিনুল হকের ফিফটি মিসের পর নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং জাকেরের দায়িত্ব সচেতন ব্যাটিংয়ে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১১২ রান। ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত আছেন শান্ত। এছাড়া ৬০ বলে ২১ রান করে অপরাজিত আছেন জাকের আলী অনিক।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলারদের কল্যাণে জিম্বাবুয়ে ২৭৩ রান অলআউট হয়েও ৮২ রানের লিড পায়। দ্বিতীয় দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই সাদমান ইসলামের (৪) উইকেট হারায় বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছিল টাইগাররা।
আরও পড়ুন:
» আল্লাহ না চাইলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো না: জ্যোতি
» রানার বলে আউট হয়ে গতির প্রশংসা করলেন ব্রায়ান বেনেট
তবে তৃতীয় দিন বৃষ্টির কারণে পণ্ড হয় প্রথম সেশন। লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৭৩ রানের মাথায় ফিরে যান এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন মুমিনুল ও শান্ত।
তবে তৃতীয় দিন বৃষ্টির কারণে পণ্ড হয় প্রথম সেশন। লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৭৩ রানের মাথায় ফিরে যান এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন মুমিনুল ও শান্ত।

দ্বিতীয় ইনিংসে ৩ রানের জন্য ফিফটি মিস করেন মুমিনুল। ছবি- এএফপি
দলীয় রানের মাথায় ফিরে যান মুমিনুল। প্রথম ইনিংসে ফিফটির দেখা পেলেও দ্বিতীয় ইনিংসে ৩ রানের জন্য ফিফটি মিস করেছেন তিনি। ৮৪ বলে ৪৭ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। মুমিনুল ফেরার পর ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে আজও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করেছেন এই সিনিয়র ব্যাটার। মাত্র ৪ রান করে ফিরেছেন তিনি।
দ্রুত ২ উইকেট হারানোর পর জাকের আলীকে নিয়ে ম্যাচের হাল ধরেন শান্ত। পঞ্চম উইকেটে ৯২ বলে ৩৯ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। শেষদিকে আর কোনো উইকেট না পরায় কিছুটা স্বস্তিতেই থাকবে টাইগাররা। ৬ উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করবেন শান্ত-জাকেররা।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে দুর্দান্ত করেছেন ব্লেসিং মুজারাবানি। ১৫ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১টি উইকেটের দেখা পেয়েছেন ভিক্টর নায়াচি।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি
