নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দারুন করেছিল বাংলাদেশ। তবে এরপর আর জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ধূলিসাৎ হয়ে যায় তাদের। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটল বাংলাদেশের।
নারীদের চলমান এই বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যেখানে গতকাল শনিবার (১৩ অক্টোবর) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছিল নিগার সুলতানারা।
এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক। গোটা টুর্নামেন্টের মতো এই ম্যাচেও দেখা যায় ব্যাটিং দুর্বলতা। আগে ব্যাট করে টাইগ্রেসরা সংগ্রহ করতে পারে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। পুরো আসরে কোন ম্যাচেই ১২০ কিংবা তার বেশি রানের দেখা পায়নি বাংলাদেশ।
আরও পড়ুন:
» শেষটা রাঙাতে পারেননি মাহমুদউল্লাহ, বাংলাদেশের বড় হার
» আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারত
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকার। ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই বাংলাদেশের দেওয়া টার্গেট পূরণ করে ফেলে প্রোটিয়ারা। এতে করে পুরোপুরি নিশ্চিত না হলেও সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে দলটি।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রায় ১০ বছর পর জয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডের সঙ্গে জয়ের সম্ভাবনা দেখিয়েও ২১ রানের পরাজিত হয়েছিল নিগার সুলতানারা। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় ৮ উইকেটের বড় ব্যবধানে।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এফএএস