Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

Soumya Sarker
রংপুরের সৌম্যকে জাতীয় দেখা দেখার অপেক্ষায় বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে সৌম্য সরকারের আবির্ভাবটা ছিল আশাজাগানিয়া। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ব্যাট হাতে বাংলাদেশকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন এই ওপেনার। তবে ক্যারিয়ারের শুরুর কয়েক বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও মাঝে ছন্দপতন হয় তারা। নানা চড়াই-উতরাই পেরিয়ে আবারও জাতীয় নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা ব্যাটার।

অনেক বছর ধরেই জাতীয় দলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না সৌম্য। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে জাতীয় দলে অসংখ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। পারফরম্যান্স ছাড়াই দলে নিয়মিত জায়গা পাওয়ায় তাকে নিয়ে বেশ সমালোচনা হতো। অনেকেই হাথুরুসিংহের পছন্দের খেলোয়াড় হওয়াতে সৌম্য বার বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

২০২৩ সালে হাথুরুসিংহের অধীনে হুট করেই জাতীয় দলে ডাক পান সৌম্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েও ব্যর্থ হন তিনি। এই ব্যর্থতার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলে নেওয়া হয় তাকে। সেখানে অবশ্য বাট হাতে কিছুটা ভালো পারফরম্যান্স করেছিলেন এই ওপেনার।

আরও পড়ুন:

» রবিবার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত, কারা জিতবে শিরোপা?

» ব্যালন ডি’অর বিতর্কে ভিনির পক্ষ নিলেন রোনালদো নাজারিও 

এরপর ২০২৪ সালে বাংলাদেশ দলে নিয়মিত সাদা বলে খেলে যাচ্ছেন সৌম্য। তবে তার পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন সৌম্য। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তবে সদ্য সমাপ্ত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট হাতে নিজের ঝলক দেখিয়েছেন সৌম্য। রংপুরের জার্সিতে ৫ ইনিংসে ৪৭ গড় ও ১৪২.৪২ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছেন তিনি। যার মধ্যে ফাইনালে ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসও রয়েছে। এমনকি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

সৌম্যর এমন পারফরম্যান্স ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশের সমর্থকেরা। তার এমন ধারাবাহিকতা দেখে অবেকটা আশা জেগেছে তাদের মাঝে। পুনরায় পুরোনো সৌম্যকে মাঠে পেতে মুখিয়ে আছে দেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা।

আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজে ক্যারিবিয়ানদের মাটিতে দুর্দান্ত ছন্দে থাকা সৌম্যর দিকে তাকিয়ে থাকবে দেশের ক্রিকেটপ্রেমীরা। আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট