টেস্টে ব্যাটিং ব্যর্থতায় চরমভাবে ভুগছে বাংলাদেশ। শেষ পাঁচ টেস্ট ইনিংসে দুইশ পেরোতে পারেনি টাইগাররা। চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরেছে দলটি। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ শান্ত-লিটনরা।
চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে প্রথম ইনিংসে ব্যাট করে ৫৩১ করেছে লঙ্কানরা। যেখানে দুইশ পেরোনোর আগেই প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেট অভিজ্ঞতার খেলা। তবে বাংলাদেশের বর্তমান দলটি বেশিরভাগ তরুণদের নিয়েই গড়া। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, লিটন দাস এবং দ্বিতীয় টেস্টে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। তবে মুমিনুল-লিটনদের পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিবও।
চট্টগ্রাম টেস্টে টাইগারদের প্রথম ইনিংসে এই তিন সিনিয়রের ব্যাট থেকে এসেছে মাত্র ৫১ রান। যেখানে মুমিনুল ৩৩, সাকিব ১৫ এবং লিটন মাত্র ৪ রান করেছেন। তাদের পাশাপাশি আবারো ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ রান করেছেন তিনি।
সবমিলিয়ে ২০ পেরিয়েছে মাত্র চারজন ব্যাটার। যেখানে একটি মাত্র অর্ধশতক এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। অন্যদিকে লঙ্কান ব্যাটারদের মধ্যে ৫০ পেরিয়েছে ৬ জন, যার মধ্যে দুইজন নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন।
শ্রীলঙ্কান ব্যাটারদের এমন রান উৎসবের দিনেও বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে কোনো রান নেই। যার ফলে ৩৫৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। যার ফলে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে আরো একটি বড় হার। বিশাল এই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।
আরও পড়ুন: ভুয়া বিবৃতি নিয়ে পাকিস্তানের ক্রিকেটে নতুন নাটক
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এমটি