আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে সবগুলো ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট খেল টাইগ্রেসরা। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে রান তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ১২ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকেরা।
রানতাড়ায় নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। দুই ওপেনারের কল্যাণে উদ্বোধনী জুটিতেই ১০৩ রান যোগ করে টাইগ্রেসরা। তবে ১০৩ রানে সোবহানা মোস্তারি ফিরে যাওয়ার পরই বাধে বিপত্তি। একে একে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আরেক ওপেনার দিলারা আক্তারও ফিরে যান।
আরও পড়ুন:
» পিসিবির নতুন শর্ত, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত
» আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের সুপ্তা
দ্রুত ৩ উইকেট হারানোর পর তাজ নাহার ও শারমিন সুপ্তার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা। তবে ১৩৮ রানে তাজ নাহার ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা। শেষদিকে বাংলাদেশকে পুনরায় ম্যাচে ফেরান সুপ্তা।
শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮ রান। তবে ১৯তম ওভারে অর্লা প্রেন্ডারগাস্ট কোনো রান না দিয়ে ২টি উইকেট তুলে নেন। আর সেখানেই হেরে যায় স্বাগতিকেরা। শেষ ওভারে কেবল ৫ রান নিতে সক্ষম হন সুপ্তারা। এতে ১২ রানের জয় পায় সফরকারী।
বাংলাদেশের পক্ষে দিলার আক্তার ৪১ বলে ৪৯ এবং সোবহানা মোস্তারি ৩৫ বলে ৪৬ রান করেছেন। এছাড়া সুপ্তার ব্যাট থেকে এসেছে ২৩ রান। আয়ারল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন অর্লা প্রেন্ডারগাস্ট ও আর্লেনে ক্যালি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হলেও পরবর্তীতে দ্রুতগতিতে রান তুলে বড় লক্ষ্য দাঁড় করায় আয়ারল্যান্ড। দলের পক্ষে ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিয়াহ পল। এছাড়া অধিনায়ক গ্যাবি লুইসের ব্যাট থেকে ৪২ বলে ৬০ রান এসেছে। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেটের দেখা পেয়েছেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার।
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড : ১৬৯/৫ (২০ ওভার)
বাংলাদেশ : ১৫৭/৭ (২০ ওভার)
ফলাফল : আয়ারল্যান্ড ১২ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/বিটি